মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ,
সংবাদদাতা নীলফামারী।
নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নে সেইফ ফাউন্ডেশন এর উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ঃ৩০ টা থেকে ৫০০ পানি বন্দী মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়।
গত ২৪ শে সেপ্টেম্বর থেকে ভারি বৃষ্টি হচ্ছে নীলফামারী সহ আশেপাশের জেলাগুলোতে। নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের ঘোনপাড়া,কোরালীপাড়া,তেলিপাড়া সহ আশেপাশের হাজারো পরিবার পানি বন্দী হয়ে আছে।
পানি বন্দী পরিবার গুলোকে সেইফ ফাউন্ডেশন থেকে গতকাল ২৭ শে সেপ্টেম্বর (রবিবার) রাতে বিভিন্ন শুকনা খাদ্য বিতরন করা হয়।
২৮শে সেপ্টেম্বরে (সোমবার) দুপুরের খাবারের জন্য খিচুড়ি
বিতরন করেন সেইফ ফাউন্ডেশন।
সেইফ ফাউন্ডেশনের প্রধান সমন্নয়ক , মোঃ রাসেল আমিন স্বপন বলেন, আমরা বিভিন্ন দাতাদের সহায়তায় বন্যার্দূগত মানুষের পাশে দাড়িয়েছি। এবং আপনাদের সহযোগিতা আশা করছি যেন হাজারো অসহায় মানুষকে সাহায্য করতে পাড়ি।