বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :
বীরগঞ্জ ১৫ বোতল ফেন্সিডিল ও দু’কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
২৯ সেপ্টেম্বর মধ্যেরাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিমবক্স উচ্চ বিদ্যালয় এলাকায় মাদক দ্রব্য ক্রয়বিক্রয় করার গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার এসআই রেজাউল করিমের নেতৃত্বে এএসআই শফিকুল ইসলাম,এএসআই মোহাম্মদ আলী ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে ১৮ বোতল ফেন্সিডিল সহ আটক করেন।
গ্রেপ্তার কৃত ব্যাক্তি হলেন, উপজেলার ভোগনগর ইউনিয়নের ওয়ার্ডের মৃত এন্তাজ আলীর ছেলে মোঃ আইয়ুব আলী ওরফে গেল্লা (৪৫)। অন্যদিকে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই গুণধর অভিযান চালিয়ে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কমল চন্দ্র রায়ের ছেলে লক্ষ্মী চন্দ্র রায়কে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলন চন্দ্র বর্মণ জানান, আইয়ুব আলী ওরফে গেল্লা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে পূর্বেরই মামলা রয়েছে। গেল্লার স্বীকারোক্তি অনুযায়ী গতকাল রাতে তার বসত বাড়ির টিনের রান্না ঘরে তল্লাশি চালিয়ে মেঝেতে পুতে রাখা অবস্থায় ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এলাকার তরুণ ও যুব সমাজ ধ্বংস থেকে রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামিদ্বয়কে আদালতে প্রেরণ করা হয়।