রায়হান কবির চপল,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরর বিরামপুর পর শহরর কষ্টচাঁদপুর মহল্লায় চলাচলর একটি রাস্তা দির্ঘদিন বন্ধ থাকার পর পর মেয়র সই রাস্তা খুল দিয়েছেন। এলাকার বাসিদারা রাস্তা খুলা পেয়ে স্বস্তির নিঃস্বাস ফেলেছেন। এঘটনায় অপর পক্ষ থানায় সাধারণ ডাইরি করছন।
বিরামপুরের পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল জানান, কষ্টচাঁদপুর মহল্লায় হােসন আলী সরকার মেমােরিয়াল স্কুলের সামনে দিয়ে পিছনের বাসিদারা যাতায়াত করছিলন। স্কুল কর্তপক্ষ সম্প্রতি চলাচলর ঐ রাস্তা বন্ধ কর দিলে পিছনের বাসিদারা অবরুদ্ধ হয়ে পড়েন। এ অবস্হায় বাসিদারা পৌরসভায় লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে পৌর মেয়রর নির্দেশে পর কর্মচারীরা রবিবার বিকেলে সেই রাস্তা খুলে দিয়েছে। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, স্কুল কর্তপক্ষ রবিবার সন্ধ্যায় থানায় সাধারণ ডাইরি করছন।