কাহারোল দিনাজপুর
রশিদুল ইসলাম টিপু ll
দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় ২ নং রসুলপুর ইউপি রসুলপুর গ্রামের দয়াল চন্দ্র রায় তার শিশু কন্যার বিয়ে সংস্লিষ্ট ইউপি চেয়ারম্যান সন্জয় কুমার মিত্রের নিষেধ কে অপেক্ষা করে সংঘটিত করে। এমতা অবস্থায় বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের আমলে আসে।
সংস্লিষ্ঠ গ্রাম্যপুলিশদে সহযোগীতায় অভিযুক্ত দয়ালকে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করিলে আজ ২ সেপ্টেম্বর বুধবার বেলা ১২ টায় ২০১৭ সালের বাল্যবিয়ে নিরোধ আইনের (৮)ধারায় ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম জেল প্রদান করেন।