মোঃ মিজানুর রহমান (ডোফুরা), স্টাফ রিপোর্টার, দিনাজপুর :
দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেট’র এজেন্ট হিসেবে সাবেক ডিস্ট্রিক রেজিস্ট্রার রনজিৎ কুমার সিংহকে নিযুক্ত করা হয়েছে।
দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেট’র ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি হিসেবে রয়েছেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সদস্য সচিব ও এস্টেট’র এজেন্ট শ্রী রনজিৎ কুমার সিংহ, সদস্য হিসেবে বিশিষ্ট চিকিৎসক ডাঃ বি কে বোস, ডাঃ ডিসি রায়, স্বরূপ বক্সী বাচ্চু, রমাকান্ত রায়, শ্যামল কুমার ঘোষ, উত্তম কুমার রায়, গৌর চন্দ্র শীল, আশিষ কুমার দত্ত বাবলা, এ্যাড. দিলীপ পাল, এ্যাড. সরোজ গোপাল রায়, বিমল চন্দ্র দাস, গোপেশ চন্দ্র রায়, সঞ্জয় মিত্র, ভবানী শংকর আগাওয়ালা এবং ইউএনও দিনাজপুর সদর ও ইউএনও কাহারোল উপজেলাসহ ১৯ সদস্য বিশিষ্ট দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেট’র আওতায় শ্রী শ্রী কান্তজিঁও এস্টেট ও রাজবাড়ী এস্টেট’র কার্যক্রম পরিচালনা করবে।
সাংবাদিক ডোফুরাঃ
০১৭৪০ ৮১৯২০৮
০১৯৭০ ৮১৯২০৮