বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে করোনায় নতুন করে আরো ৩ জনের শরীরে শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে একজন ঢাকা ফেরৎ বাকি দুইজন বীরগঞ্জ হাসপাতালের চিকিৎসক ও পুলিশ স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে।
একজনের বয়স ৩৫ বছর আর অপর দুজনের ৪০ বছরের উপরে। আক্রান্ত তিন জনই পুরুষ। একজন বীরগঞ্জ পৌরসভার বাসিন্দা বাকি দুইজনের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
শনিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সমরেশ দাস। এনিয়ে বীরগঞ্জে মোট করোনায় শনাক্ত ১৮ জন।
উল্লেখ্য যে, বীরগঞ্জ উপজেলায় মোট ১৮ জন করোনা রোগীর মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন।