পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ll
জয়পুরহাটের পাঁচবিবির আওলাই ইউনিয়নের শিরট্টি ভুতগাড়ী মোড়ে- কৃষক মাসুম মিয়ার ৩ বিঘা ধরন্ত তরমুজ খেতে শিলা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানায় কৃষক মাসুম মিয়া। খবর পেয়ে ঘটনাস্থলে সাংবাদিকরা গেলে তরমুজ চাষী কৃষক কান্না কণ্ঠে বলেন, অনেক আশা নিয়ে জমিতে তরমুজ চাষ করেছিলাম। কিন্তু গতকাল বিকেলে শিলা বৃষ্টিতে আমার ৩ বিঘার জমির সমস্ত তরমুজ ও গাছগুলি সব নষ্ট হয়ে যায়। এতে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। তিনি আরও জানান এখন যদি সরকার আমাদের দিকে একটু সু-নজর দেয় তাহলে আমরা যারা কৃষক তারা ঘুরে দাঁড়াতে পারব।