সুবল রায়, বিরল ,দিনাজপুরঃ
দিনাজপুরের বিরলে একব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহতের পরিচয়ে জানা গেছে, সে পলাশবাড়ী ইউপি’র পলাশবাড়ী (পাঠানপাড়া) গ্রামের মৃত এমাজ উদ্দিন এর পুত্র কোবাদ আলী (৪৫)।
নিহতের ভাই আবেদ আলী জানান, পার্শ্ববর্তী কালিয়াগঞ্জ বাজার থেকে এশার নামাজের পূর্বে বাড়ী ফেরার পথে পলাশবাড়ী (দধিয়াপাড়া) জলিলের বাড়ীর সম্মূখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা এমন সংবাদ পেয়ে উনিসহ পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এসেছেন। তবে তাঁর জানামতে কারো সাথে নিহতর কোন পূর্ব বিরোধ ছিল না বলে তিনি জানান।
রাতে এ রিপোর্ট লেখাকালীন পুলিশ লাশের সুরতহালসহ উদ্ধার কাজ করছিল।