বিকাশ ঘোষ,
ভারতে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১৯৫ জন মারা গেছেন এবং আক্রান্ত ৩ হাজার ৯০০ জন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড।
রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু শর্ত দিয়ে লকডাউনের বিধি-নিষেধ শিথিলের পাশাপাশি গ্রিন জোন এলাকার অনেক ব্যবসা-প্রতিষ্ঠান ও কল-কারখানা খুলে দেয়ার ঘোষণা দেয়। আর শিথিলের পর এই প্রথম ভারতে আক্রান্ত ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড গড়লো করোনা ভাইরাস।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, করোনা ভাইরাসে সংক্রমণ এবং মৃত্যুর একদিনে সর্বোচ্চ রেকর্ড হয়েছে ভারতে। করোনায় আক্রান্ত ১৯৫ জন রোগী গত ২৪ ঘন্টায় মারা গেছেন; এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৬৮ জনে। নতুন ৩ হাজার ৯০০ জনকে নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৪৬ হাজার ৪৩৩।