নিজস্ব প্রতিবেদক :
দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহর ও উপজেলায় লকডাউনের মধ্যেও মার্কেট ও দোকান খুলেছে। এরমধ্যে ঈদকে সামনে রেখে কাপড়ের দোকানিরাও খুলতে শুরু করছে দোকান। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের বিভিন্ন এলাকার মার্কেট ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এছাড়া উপজেলার হাট-বাজারগুলোর বিভিন্ন এলাকার অলি-গলির দোকান তো খোলা রয়েছেই। শহরের প্রধান প্রধান সড়কে খুলেছে বেকারির দোকানগুলোও। ইতোমধ্যেই শহরের তাজ মহল সিনেমাহলের সামনে ফুটপাতে হকার্স মার্কেটকে কেন্দ্র করে অল্প সংখ্যক হকাররাও দোকান খুলেছে। পাশাপাশি গার্মেন্টস ও কাটা কাপড়ের দোকানগুলোও খুলছে। ভ্রাম্যমাণ হকাররাও বিভিন্ন আইটেম নিয়ে ভ্যানে পৌরশহরের পাড়া-মহল্লায় ঘুরে দোকান খুলছে। সরেজমিনে দেখা যায়,মার্কেটের বিভিন্ন দোকানিরা অল্প পরিসরে দোকান খুলে বসে আছেন। এরমধ্যে তারা কিছু ক্রেতাও পাচ্ছেন। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন লকডাউন ঘোষণা করে মাইকিং করে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন সক্রিয়তা না থাকায় হরহামেশাই মানুষ ঘর থেকে বের হচ্ছেন। কেউবা প্রয়োজনে,কেউবা ঘুরতে আবার কেউবা লকডাউন চলছে কিনা তা দেখতে বের হচ্ছেন।কোনো বাঁধা না থাকায় নির্বিঘ্নেই মানুষ বের হচ্ছেন। বীরগঞ্জ থানার সামনে ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন,দোকান তো খুলিনি অনেকদিন। এখন তো ইফতার বয়জার, ফুটপাতে সবই খুলেছে তাই আমিও আজ আসলাম তবে ক্রেতা নেই। এ ব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান বলেন,আমাদের পুলিশ সদস্যদের টহল জোরদার করা হয়েছে। ঘর থেকে বের হওয়া মানুষদের ঘরে ফেরাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বীরগঞ্জ উপজেলার সচেতন মহল বলছেন, প্রাণঘাতী করোনার বিষয়ে সচেতন নেই। লাকডাউন না মেনে দোকানরা-ও ক্রেতা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে চোর-পুলিশ খেলছেন।