বিকাশ ঘোষ, সবুজ বাংলা নিউজ:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সাপ্তাহে অসহায় হতদরিদ্র ১০০ জন গর্ভবতী মায়েদের মাঝে সেবাকার্ড,আয়রন ট্যাবলেট,ক্যালসিয়াম ট্যাবলেটসহ প্রায় সাত প্রকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জাতীয় পুষ্টি সাপ্তাহ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বুধবার সকালে হাসপাতাল চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে গর্ভবতী মা ও দুগ্বদানকারী মায়েদের মাঝে এই উপহার বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা,মোঃ আনোয়ার উল্ল্যাহ। উক্ত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা,সমরেশ দাস,ডা,মোঃ সাইফুল ইসলাম,ডা,মোঃ তানভীর আহমেদ,ডা, মোঃ সুজয়, ডা, মোঃ নাসীর সহ প্রমুখ। প্রতিটি পরিবারেকে আধা কেজি মসুর ডাল,চাল ৮ কেজি, ছোলা ১কেজি,সোমাই ১কেজি, নবণ ১কেজি, সাবান ১টি, প্রসূত সেবাকার্ড, আয়রন ট্যাবলেট ও ক্যালসিয়াম ট্যাবলেটসহ প্রায় ৭১৫ টাকার উপহার সামগ্রী ১০০ জন গর্ভবতীর হাতে তুলে দেওয়া হয়। উপজেলা প:প:কর্মকর্তা ডা, মো: আনোয়ার উল্ল্যাহ বলেন, সারা দেশের ন্যায় বীরগঞ্জ উপজেলায় করোনাভাইরাস প্রাদুর্ভাবে সবাই দুর্বিসহ জীবন যাপম করছেন। অনেক অসহায় দুস্থ পরিবারের সঠিকভাবে পুষ্টিকর খাবার খেতে পারছেন না।তাদের কথা চিন্তা করে এই উদ্যোগ গ্রহণ করা হয়।