মিজানুর রহমান (ধামরাই) ঢাকা (প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে পৌর ৩ ও ৪ নং ওয়ার্ড উত্তর পাতা যুবসমাজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।প্রাণঘাতী করোনান ভাইরাসে পুরো বিশ্বই যেন উলট-পালট হয়ে যাচ্ছে। (কোভিড-১৯) এ যখন অসহায় দেশবাসী একাদিক কর্মহীন অন্যদিকে দেশ লকডাউন করে দিয়েছে সরকার। কর্মহীন ও নিন্ম আয়ের মানুষ যখন অসহায় হয়ে পড়েছে, তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে কিছু তরুণ যুবক তাদের নিজেদের জমানো টাকা দিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছ।
আজ বৃহস্পতিবার (২৪এপ্রিল) উত্তর পাতা যুবসমাজের যুবকরা বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীর তালিকায় ছিল চাল, ডাল, আলু, পিয়াজ,সোলা, ডাবলি, লবন, তৈল, ও মুড়ি। এসময় আয়োজনে ছিলেন উত্তর পাতা যুবসমাজের, ধামরাই পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ আলী খান, সমাজ সেবক মোঃ নায়েব খান, সমাজ সেবক মোঃ মশিউর রহমান বাবু, সমাজ সেবক মোঃ আনোয়ার হোসেন, মোঃ পিন্টু দেওয়ার, মোঃ রকি, মোঃ ওয়াকিল, প্রসনজিৎ সহ এলাকার সকল যুবকরা।
ইফতার সামগ্রী বিতরন শেষে যুবকরা বলেন, দেশের এই অবস্থায় নিম্ন ও মধ্য আয়ের কর্মহিন পরিবারের মাঝে রমজানের উপলক্ষে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করতে পারে আমরা সকালেই খুব আনন্দিত। আমরা চাই দেশের এই অবস্থায় রমজানে কোন পরিবারের যেন কষ্ট না হয় সেজন্য সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদের কর্মহিন পরিবারদের পাশে বেশি বেশি থাকার অনুরোধ জানান যুবকরা। যুবকরা আরো বলেন করোনার ভয়াবহতা থেকে নিজে সতর্ক থেকে দূরত্ব বজায় রেখে এবং সরকারি আদেশ মেনে চলে ঘরে থাকার জন্য আহবান জানান।