বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে কর্মহীন ২শ’পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। একদিকে বৈশিক মহামারী করোনা অপরদিকে বীরগঞ্জে কাল বৈশাখী ঝড়ের তান্ডবে অসহায় হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। অসহায় মানুুষের পাশে দাঁড়ালোন জেলা যুবদলের সদস্য আক্কাস আলী। ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে বীরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে হত-দরিদ্র দুস্থ ২০০ পরিবারের মাঝে বিনামূল্যে ৩ কেজি চাল,সাবান,লবণ, আলু,ডাল, সবজিসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। আক্কাস আলী বলেন,করোনার কারণে সুবিধাবঞ্চিত কর্মহীন মানুষগুলো লকডাউনে বীরগঞ্জ উপজেলা ও পৌরসভার গ্রামের কর্মহীন মানুষগুলো বাড়ি থেকে বের হতে পারছেন না। এ অবস্থায় নিজেদের উদ্যোগে অসহায় কর্মহীন ও মধ্যবিত্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,বীরগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মামুনুর রহমান,মোঃ সোহেল রানা,বেলাল হোসেন,আলী হোসেন,সালাউদ্দিন,মোহাম্মদ আলী প্রমুখ।