বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কৃত অসুস্থ রোগীদের নভেল করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। ১৯ এপ্রিল রোববার ২০২০ সকালে রোগীকল্যাণ সমিতির উদ্যোগে সাবান, মাস্ক (সরকার কর্তৃক স্বীকৃত পুনঃ ব্যবহার যোগ্য) ও হ্যান্ড স্যানিটাইজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আনোয়ার উল্ল্যাহ এর কাছে প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সারোয়ার মোর্শেদ। এসয়ম উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা:সমরেশ দাস, ডা: মোঃ তানভীর আহমেদ প্রমুখ।