আনোয়ার সাদাত পাটোয়ারী রিপন (জেলা প্রতিনিধি):
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নে প্রাণঘাতি ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে বিভিন্ন রাস্তা, বাড়ি, বাজার, মন্দির ও মসজিদে জীবানু নাশক স্প্রে করা হয়।
১৮ এপ্রিল শনিবার সকালে ব্যক্তিগত উদ্যোগে এ জনকল্যানমূলক কাজটি করেন হরিশ রায় হরি, সৌরভ রায়, মিঠুন রায়, সুকুমার রায়, রুবেলসহ প্রমূখ যার নেতৃত্বে ছিলেন অভ্র নীল সৌরভ।
দেশের এ চরম ক্রান্তিকালে সকলের এগিয়ে আসা উচিত বলে মনে করেন সুধীজনেরা।