বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:
নভেল করোনাভাইরাস প্রতিরোধে সবধরনের গণপরিবহন বন্ধ করা হলেও দিনাজপুরের বীরগঞ্জে পৌরশহরের মহাসড়ক ও গ্রামাঞ্চলে বিভিন্ন সড়কে চলছে দেশীয় যানবাহন( নসিমন,করিমন,ভটভটি, ভ্যান, টুকটুকি), অটো চ্যার্জার, পাগলু সহ এসব পরিবহনে গাদাগাদি করে চলাচল করছেন মানুষ। ফলে গ্রামাঞ্চলে করোনাভাইরাস প্রাদুর্ভাব সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। অভিযোগ আছে এইসব সংগঠনের সমিতির মাধ্যমে হাইওয়ে পুলিশের কতিপয় সদস্য ও ট্রফি পুলিশ বিশেষ সুবিধা নিয়ে এসব যানবাহন চলতে সহযোগিতা করছেন। জানা যায়,দেশীয় এসব যানবাহনে কৃষিপণ্য বোঝাই করে তাতে চেপে বসে চলাচল করছেন অনেকে। অনেক সময় এসব মহাসড়কে চলাচল করতে গিয়ে দুর্ঘটনারও শিকার হচ্ছে। কৃষিপণ্যের পাশাপাশি যাত্রী,বিভিন্ন কিন্ডারগার্টেনের শিশু ছাত্র-ছাত্রীও নিয়ে চলাচল করতে দেখা গেছে। প্রায় প্রতিদিনই হাট বসছে জেলার কোথাও না কোথাও। অন্যদিকে শনিবার সকালে বীরগঞ্জ পৌরশহরের মহাসড়কে অটো চ্যার্জা পাগলুতে গাদাগাদি করে যাত্রী তোলে বিভিন্ন স্থানে চলাচল করতে দেখা যাচ্ছে। এসব জায়গায় প্রচুর লোকসমাগম হচ্ছে। কোনো প্রকার সামাজিক দূরত্ব না মেনে চলছে এসব যান। জনসচেতনতামূলক প্রচারণা কোনো কাজে আসছে না। বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, মোঃ আনোয়ার উল্ল্যাহ বলেন, এই নভেল করোনা দুর্যোগ পরিস্থিতিতে যদি সামাজিক দূরত্ব না মানা হয়,তাহলে বীরগঞ্জ উপজেলাসহ সারা বাংলাদেশ ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে পড়বে।