বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
করোনাভাইরাসের কারণে ঘর থেকে বের হয়ে বাজার কাঁচার বাজার করতে পারছেন না। আবার অনেকেই অর্থের অভাবেও কিনতে পারছেন না কাঁচাবাজার। নিম্ন আয়েরা হতদরিদ্র পরিবারগুলো এখন অনেকটাই অসহায়। আর এই সময়টাতে বাজার খরচ নিয়ে বাড়িতে বাড়িতে হাজির হচ্ছেন বীরড়গঞ্জের গ্রাম পুলিশ সদস্য মোস্তফা কামাল।
বৃহস্পতিবার সকালে দেখা যায়, বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য মোস্তফা কামাল নিজ এলাকা ধুলাউড়ী গ্রামে ভ্যানে করে বাজার নিয়ে বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন। ওই এলাকার ধুলাউড়ী আশ্রয়ণ প্রকল্প, দক্ষিণ ফরিদপুর এলাকাসহ বেশ কয়েকটি এলাকার নিম্ম আয়ের মানুষের মাঝে বাজার বাড়ি বাড়ি পৌছে দিয়েছেন তিনি। বাজারে রয়েছ আলু, পাটশাক, ডাকা শাক, মরিচ, বেগুন, লাউসহ অন্যান্য শাক-সবজী। তবে বাজার তুলনায় তিনি দাম কম এবং সস্তায় দিচ্ছেন নিম্ম আয়ের মানুষদের। এতে যেমন মানুষজনকে বাড়ির বাইরে বের হতে হচ্ছে না তেমনই সস্তায় কাঁচাবাজার পাচ্ছেন বাড়িতে বসেই।
গ্রাম পুলিশ মোস্তফা কামাল বলেন, ‘এখন শাক-সবজীর দাম ততোটা নেই। এরপরও নিম্ন আয়ের হতদরিদ্র পরিবারগুলো সেগুলোও খেতে পারছেন না। আবার অনেকে বাজারে যেতে পারছেন না কিংবা যেতে পারলেও কেনার সামর্থ নেই। তাই এসব পরিবারে বাড়ি বাড়ি শাক-সবজী বিতরণ করতেই আমার ক্ষুদ্র উদ্যোগ। এতে করে শাক-সবজীর যেমন অপচয় হবে না তেমনিভাবে দরিদ্র মানুষরাও পুষ্টিকর কিছু খাবার খেতে পারবেন।’