বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥
কোরানা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারের ঘরে থাকার নির্দেশনায় কর্মহীন হয়ে পড়েছে দেশের শ্রমজীবি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তাদের খাদ্য সহায়তা দিতে সুইজারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা হেকস/ ইপার এর আর্থিক সহায়তায় পরিচালিত নেটওয়ার্ক অফ নন মেইনস্ট্রীম্ড মারজিনালাইইজড কমিউনিটিস (এনএনএমসি) সংগঠন বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছে। ইউএসডিও- এনএনএমসির এই প্রকল্পের আওতায় এনএনএমসির সহযোগী সংগঠন বুধবার সকালে বীরগঞ্জ উপজেলা অ্যাডভোকেসি প্লাটফরম উপজেলার হরিজন, চর্মকার নরসুন্দর ও ঋষিপল্লীর ৩০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিরতণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা অ্যাডভোকেসি প্লাটফরম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার সেন, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক জিয়াউর রহমান, উপদেষ্টা অধ্যাপক কালিপদ রায়, অধ্যাপক রনজিৎ কীর্তিনিয়া, নিধু চক্রবর্তী প্রমুখ।