মো. মিজানুর রহমান (ডোফুরা), স্টাফ রিপোর্টার, সবুজ বাংলা নিউজ।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র সার্বিক সহযোগিতায় দিনাজপুরে প্রাণঘাতী করোনা পরিস্থিতি মোকাবেলায় সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন, ওয়ার্ড ও মহল্লায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মাধ্যমে পৌঁছে যাচ্ছে খাদ্য সামগ্রী। এরই ধারাবাহিকতায় চলমান কার্যক্রমের অংশ হিসেবে শশরা ইউনিয়নের কাউগাঁ সাহেবগন্জ হাটের জঙ্গল পাড়া, মুশহর পাড়া, খাটামারি, রেললাইন পাড়া ও পাল পাড়ায় খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
৭ এপ্রিল, ২০২০ মঙ্গলবার বিকেলে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দেশের বর্তমান লকডাউন পরিস্থিতিতে উক্ত এলাকার অসহায় ও স্বল্প আয়ের ৩’শ পরিবারের মাঝে চাল, আলু, ডাল ও সাবান সহ খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা।