স্টাফ রিপোর্টার ॥
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গোটা বিশ্বজুড়েই আতঙ্কের পরিবেশ সৃষ্টি ঘটিয়ে এখন বাংলাদেশে রুপ ধারণ করছে । আজ দেশে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। করোনাভাইরাস সংক্রান্ত জরুরি সভায় এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ২৯ জন এবং এ নিয়ে মোট সংক্রমিত হয়েছেন ১১৭ জন।
তাই আমাদের আরো সর্তক হতে হবে। সারা বিশ্ব করোনা ভাইরাসের কারনে এক মহামারির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এমতবস্থায় যারা সক্ষম না এবং শ্রমিক-দিনমজুর তাদের পাশে আমরা এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম আমজাদ হোসেন ফাউন্ডেশনের মত অনেক ফাউন্ডেশন আপনাদের পাশে আছে। আপনাদের প্রধান কাজ বর্তমান পরিস্থিতিতে সামাজিক দুরত্ব সৃষ্টি করা, বিদেশ থেকে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং জনসমাগম এড়াতে কিছু নিয়ম-শৃংখলা সমাজে বাস্তবায়ন করা।
৬ এপ্রিল সোমবার সুইহারী ঈদগাহ মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম আমজাদ হোসেন ফাউন্ডেশন এর উদ্যোগে তার ছেলে মোহাম্মদ শওকত হোসেন বুল্লার আয়োজনে পাঁচশত দুস্থ্য ও গরিব পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের এম পি এ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই উপরোক্ত কথাগুলো বলেন।
বিতরণের পূর্বে মোহাম্মদ শওকত হোসেন বুল্লা বলেন, এখন সময় এসেছে বৃত্তবানদের এগিয়ে আশার,দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সকলকে সকলের অবস্থান থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে এগিয়ে আসতে হবে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন। এসময় উপস্থিত ছিলেন মো হেলাল ইসলাম, রনি সুমন প্রমুখ।