বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :
বিশ্বব্যাপীর পাশাপাশি সারাদেশে আক্রমণ হচ্ছে (কোভিড-১৯) করোনাভাইরাসে কিন্ত দিনাজপুরের বীরগঞ্জে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাইরে বের হওয়া লোকজনকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ দেখলে জনগণ সতর্ক হচ্ছে ঠিকই, কিন্তু পুলিশ চলে গেলেই সামাজিক দূরত্ব বজায় রাখা থেকে তারা সরে আসছে। যেন ‘চোর-পুলিশ খেলা চলছে। জানা গেছে, করোনা প্রতিরোধে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বীরগঞ্জ উপজেলা প্রশাসন, পাশাপাশি সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করার মাধ্যমে জেল- জরিমানা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়ামিন হোসেনের নেতৃত্বে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যর টহল দিচ্ছেন। অপয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে তাঁরা। এরপরও কেউ কেউ প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে চলিয়ে যাচ্ছে বন্ধ দোকানের ভিতর ব্যবসা। অন্যদিকে কেউ কেউ এই নির্দেশনা মানছে না। বীরগঞ্জ উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ দেখলে লোকজন লুকিয়ে পড়ছে। আবার পুলিশ চলে গেলেই লোকজন দল বেঁধে মহাসড়ক ও বিভিন্ন সড়কে চলাচল করছে। বীরগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে পূর্বের নিয়মে চলছে বেচাকেনা,চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে আড্ডা দিচ্ছে। সেনালী ব্যাংক বীরগঞ্জ শাখা’র সামনে পুলিশের সামনেই ব্যাপক জনসমাগম হচ্ছে। বীরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন প্রধান বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাইরে বের হওয়া লোকজনকে ঘরে ফেরাতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। যেকোনো উপায়ে মানুষকে ঘরে ফেরাতে হবে। পাশাপাশি সরকারি নির্দেশনা অমান্য করে কেউ আড্ডা দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।