মো. মিজানুর রহমান (ডোফুরা), স্টাফ রিপোর্টার, দিনাজপুর ।।
দিনাজপুরে করোনা পরিস্থিতি মোকাবেলায় চলমান কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও স্বল্পআয়ের ২০০ কর্মজীবী মানুষের মাঝে চাল, ডাল, আলু, মাক্স ও সাবান সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
২ এপ্রিল, ২০২০ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শহরের ৪নং ওয়ার্ডের সুইহারী কুতুব উদ্দিন সড়ক (আতিকুলের মোড়) এ খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট সাধারণ ব্যবসায়ী মোঃ আতিকুল ইসলাম।
এ কার্যক্রমকে সফল করার লক্ষ্যে আর্থিকসহ সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মাসুদ, সাবেক কাউন্সিলর মাহমুদা খাতুন জোসনা, মো. আতিকুল ইসলাম, আবু তালেব সহ এলাকার সচ্ছল ব্যক্তিবর্গ।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনার তসলিমা খাতুন, সোহাগ, রবিউল ইসলাম রবি, মো. সোনাম, মিন্টু ও খাদেমুলসহ অন্যরা।