কাহারোল(দিনাজপুর) রশিদুল ইসলাম(টিপু)
দিনাজপুরের কাহারোলে করোনা ভাইরাস উপলক্ষে পৌরিয়া পুলিয়া পাড়ায় নবীনদের উদ্যোগে বাড়ী বাড়ী গীয়ে গরীব অসহায় ও দু:স্থ ৮০ টি পরিবারের মাঝে চাউল.আলু.লবন.সাবান সমগ্রী ত্রাণ বিতরণ করেন। স্থানিয় যুবক সুমন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক মো: সামিউল ইসলাম ও মো: রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন, নুর ইসলাম, ইছাহক আলী, আলম হোসেন, নাঈম ইসলাম, আজিজুল হক, ইদ্রিস আলী, জাহিদ হোসেন, সাজু মিয়া, খুশিদ আলম, আব্দুল কাদের, ইনজারুল ইসলাম প্রমুখ।