বিকাশ ঘোষ, সবুজ বাংলা নিউজ :
আজ ৩০ মার্চ হতে হিন্দু সম্প্রদায়ের ৫ দিনব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে অথচ দেশে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন সব ধরণের অনুষ্ঠান স্থগিত করেছে। জনস্বার্থে লোক সমাগম,ধর্মীয় সভা সহ বিভিন্ন পাবলিক প্লেসে পাবলিক গ্যাদারিং বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী,সাধারণ সম্পাদক রতন সিং, এক বিবৃতিতে বলেন, আজ ৩০ মার্চ সোমবার শ্রী শ্রী বাসন্তী পূজা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে অবশ্যই অনুষ্ঠিত হবে। তবে পূজামণ্ডপে ধর্মীয় সভা, রামায়ণ গান, আরোতী প্রতিযোগিতা, মাইকিং বাজিয়ে গ্যাদারিং করা যাবে না। হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ প্রতিটি বাসন্তী পূজামন্ডপে এক এক জন গিয়ে প্রতিমা দর্শন ও প্রনাম করে চলে যাবেন। নেতৃবৃন্দ আরো বলেন, কোন প্রকার হরিনাম কীর্তন,ধর্মীয় সভা, দলবেঁধে তীর্থযাত্রা করা বর্তমান সময়ে নিষিদ্ধ করা হয়েছে। পরিষদের সদস্যরা এ ব্যাপারে আন্তরিক ভূমিকা পালনের মধ্যদিয়ে নিষধাজ্ঞাগুলো মেনে চলবেন এবং করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিজ নিজ মন্ডপে ভলেন্টিয়ার সার্ভিস প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।