বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বীরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের মোছা: আয়েশা আক্তার বৃষ্টির নিজস্ব উদ্যোগে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে মাস্ক, লিফলেট ও সাবান বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বাড়িতে বাড়িতে গিয়ে আয়েশা আক্তার বৃষ্টি জনসাধারণের মাঝে করোনাভাইরাস রোধে মাস্ক লিফলেট বিতরণ এবং মসজিদে মসজিদে সাবান বিতরণ করছেন। এসময় মোছা: আয়েশা আক্তার বৃষ্টি বলেন, প্রয়োজনে ঘরে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। তিনি আরো বলেন,জনবহুল দেশে করোনা সংক্রমণ রোধে সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা। তাই জনসচেতনতার জন্য বাংলাদেশের সকলকে যেতে হবে।