বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি।- প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দিনাজপুরের জেলা-উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাজারে জীবানুনাশক স্প্রে কার্যক্রম এবং সচেতনতা বৃদ্ধিতে মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট।
৩০ মার্চ ২০২০ সোমবার সকালে পাহাড়পুরস্থ দিনাজপুর ইউনিট কার্যালয়ে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।
এরপর দিনাজপুর ইউনিটের যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান কিবরিয়া জাহিদ এর নেতৃত্বে ১২ সদস্য বিশিষ্ট একটি দল এ সকল কার্যক্রম পরিচালনা করছে। তারমধ্যে দিনাজপুর রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান আরিফ সারোয়ার এর নেতৃত্বে ৬ সদস্যের একটি দল জেলার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে স্প্রে কার্যক্রম পরিচালনা করে। এসময় হাসপাতালের পরিচালক ডা. আহাদ আলী স্প্রে কার্যক্রমে অংশ নেন। উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. বজলুর হক, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, ইউনিট কর্মকর্তা মোল্লা তহিদুল ইসলাম নয়ন এবং দলের সদস্য দিনাজপুর সরকারি কলেজ ইউনিটের দলনেতা বিশাল কুমার গুপ্ত প্রমুখ।
পরে যুব রেড ক্রিসেন্টের ৬ সদস্য বিশিষ্ট দলটি শহরের বিভিন্ন সড়ক, বাজারে জীবানু নাশক স্প্রে করার পর বিরল এবং সেতাবগঞ্জ উপজেলার থানা, স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজারে এই জীবাননাশক স্প্রে কার্যক্রম পরিচালান করে।
অন্যদিকে আরো ৩ সদস্য বিশিষ্ট ২টি দল সদর উপজেলা ও পার্বতীপুর উপজেলায় করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। দলের সদস্যরা হচ্ছেন-যুব রেড ক্রিসেন্টের আরিফ, সারোয়ার, বিশাল, হিরা, রিপন ও শুভ।