স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস প্রতিরোধে ৯ নং ওয়ার্ডের ৫ মসজিদে জীবাণুনাশক স্প্রে প্রয়োগ করা হয়েছে।
(২৭ মার্চ) শুক্রবার জুম্মার নামাজ আদায়ে মুসাল্লিদের জীবানুমুক্ত করার জন্য এ কার্যক্রম শুরু করা হয় ।
উপশহর ৯ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক ও ড্রিম লাইফ এসোশিয়েশনের উপদেষ্টা ইদি আমিন ফ্রান্সিস এর আয়োজনে জুম্মার নামাজ শুরুর পুর্বে দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী জামে মসজিদ, উপশহর ২ নং জামে মসজিদ, উপশহর ৩ নং জামে মসজিদ, উপশহর ৭ নং জামে মসজিদ, উপশহর কুয়েতি জামে মসজিদ, ও শেখপুরা জামে মসজিদসহ ৫ টি মসজিদ ও ৩ নং বাজারের মাংস দোকান থেকে শুরু করে রাস্তা-ঘাটে জীবাণুনাশক স্প্রে প্রয়োগ করা হয়।
ড্রিম লাইফ এসোশিয়েশনের উপদেষ্টা ইদি আমিন ফ্রান্সিস “বৃহৎ পরিসরে না হলেও ক্ষুদ্র পরিসরে আমরা করোনা ভাইরাস প্রতিরোধে সচেষ্ট ছিলাম এবং থাকব। আমরা করোনা সম্পর্কে জনসাধারণের ভয়-ভীতি কে দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেই সাথে অর্থনৈতিক সমৃদ্ধশালি ব্যক্তিবর্গদের হতদ্ররিদের পাশে থাকার আহবান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, ড্রিম লাইফ এসোশিয়েশনের সোহাগ,কারিমুল,৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রয়েল,আজবীর,সেহেদি,হাকিমুল সাদেকুল।