মিজানুর রহমান( ধামরাই) ঢাকা (প্রতিনিধি :
করোনা ভাইরাস সংক্রমণ রোধে গণসচেতনতা বৃদ্ধির জন্য ধামরাই উপজেলায় সাধারণ মানুষের মাঝে ৫০০ শত মাস্ক ও ১৬০০ শত হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন সেইফ ধামরাই সংগঠনের সদস্যরা।
আজ বুধবার সকালে ধামরাইয়ের ঢুলিভিটা, ধামরাই বাজার, ইসলামপুর, থানারোডে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
পুরো বিতরন কার্যক্রমে সেইফ ধামরাই সংগঠনকে সহযোগীতা করেছেন বেস্ট ডান ফোরাম সংগঠনটি।
সংগঠনের সদস্যরা বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনা বৃদ্ধি করা প্রয়োজন। বিশেষ করে শ্রমজীবী মানুষকে সচেতন করতে হবে। যার যার অবস্থান থেকে সচেতন হয়ে অন্যকে সচেতনতার মাধ্যমে করোনা সংক্রমন মোকাবেলা সম্ভব।
এই সময় উপস্থিত ছিলেন ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই থানার ওসি অপারেশন মাসুদুর রহমান, সংগঠনের সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।