করোনাভাইরাসে মৃত্যু মিছিলে যুক্ত হলো বাংলাদেশের নাম।
মৃত্যুর এই সংবাদ ভর করেছে করোনা ভাইরাস ভীতিতে।
বীরগঞ্জ উপজেলায় চারদিকে আতঙ্ক,উদ্বেগ-উৎকণ্ঠা আরও বাড়ছে। আতঙ্ক ছড়িয়ে পড়ছে বীরগঞ্জ উপজেলার সব জায়গায়। বুধবার পর্যন্ত দেশে এই ভাইরাসে ৩৯ জন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।
এখন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে ছিন্নমূল মানুষ। রাস্তায় জন্ম তাদের, রাস্তায় বসবাস । নেই ছিন্নমূল মানুষদের সচেনতামূলক কোনো পদক্ষেপ। তাই আক্রান্ত হতে পারে ছিন্নমূল ও অসহায় মানুষগুলো।
#সোহেল_আহমেদ নামে একজন সমাজের সচেতন মানুষ স্বাস্থ্যঝুঁকি রোধে সচেতনতামূলক কার্যকর পদক্ষেপ নিয়েছে। তবুও অসচেতন তারা। এদের মধ্যে অধিকাংশই দিনমজুর ও রিকশাচালক। বীরগঞ্জে দু-চারজন রিকশাচালকের মুখে মাস্ক দেখা গেলেও করোনাভাইরাস সম্পর্কে ধারণা নেই তাদের। সুরক্ষা পোশাক ও হ্যান্ড গ্লাভস জীবাণুনাশক স্প্রে,স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, থার্মোমিটার সম্পর্কে কোনো ধারণা নাই। তাই সব চেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে তারা। যেখানে তাদের সচেতন হওয়ার কথা কিন্তু সেখানে অবাধে চলছে তাদের চলাফেরা। করোনার প্রভাবে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। দুস্থ- অসহায় মানুষের জীবিকা বন্ধ হওয়ার পথে। আতঙ্কের কারণে বাদ পড়ছেন নদী-পুকুরে মাছ মারার কাজের জেলে মানুষগুলো। শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ায় পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে জীবন জীবিকা নির্বাহ করছে।