আনোয়ার সাদাত পাটোয়ারী রিপন :
লালমনিরহাটের হাতীবান্ধায় পারুলিয়া বাজারে ‘করোনা” ভাইরাস আতঙ্ককে কাজে লাগিয়ে মাস্কের দাম বেশী নেওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আতিকা কসমেটিক্সের মালিক আতিয়ার রহমানকে ৫ হাজার টাকা এবং প্রকাশ্যে ধূমপানের বিজ্ঞাপন দোকানে থাকায় ফল ব্যবসায়ী শাহিনকে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
২৪ মার্চ মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা উপজেলার পারুলিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন। এ জনবান্ধব অভিযানে উপস্থিত ছিলেন লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) তাপস সরকার ও হাতীবান্ধা থানার তদন্ত ওসি নজির হোসেন।
এ ছাড়াও ‘করোনা’ ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হাতীবান্ধা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।