পঞ্চগড় থেকে মোঃ কামরুল ইসলাম কামু ॥
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম শান্তি এবার করোনার বিরুদ্ধে প্রচারণা শুরু করেছেন। সোমবার (২৩ মার্চ) রাতে নিজ বাড়ি পঞ্চগড় সদর উপজেলার আমলাহার বাজার থেকে তিনি এ প্রচারণা শুরু করেন। মঙ্গলবার (২৪ মার্চ) দিনব্যাপী মাগুড়া ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন। এসময় তিনি মাইকযোগে করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করেন। মাসব্যাপী বিভিন্ন হাটবাজারে এ কর্মসূচি চালাবেন বলে তিনি জানিয়েছেন। পঞ্চগড় সদর উপজেলার আমলাহারে তার বাড়ি। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয় থেকে মার্কেটিং-এ স্নাতক করেছেন। এখন এমবিএ করছেন। এর আগে নিজের বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের জন্য মানববন্ধন করেছেন দিনাজপুর ও ঢাকায়। এ প্রচারণায় তিনি গরীব, দিনমজুর ও রিকশা-ভ্যান চালকদের মাঝে বিনামূল্যে মাস্ক সরবরাহ করছেন। এসময় তিনি জনসচেতনতামূলক লিফলেটও বিতরণ করছেন। বড় মাইক দিয়ে বিভিন্ন হাটবাজার ও গ্রামে গ্রামে এ প্রচারণা চালাচ্ছেন। তিনি সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন। এসময় তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, পুরোদেশ লকডাউন করা হলে গরীব-দুঃখী মানুষের মাঝে দেশপ্রেমিক সেনাবাহিনীর দ্বারা ঘরে ঘরে ফ্রি খাবার ও ঔষধ পৌঁছে দিতে হবে। সাইফুল ইসলাম শান্তি এর আগে নিজ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে একাই ঢাকায় মানববন্ধন করেন। গতবছর তিনি প্রকাশ্যে রিফাত হত্যা, প্রশ্নপত্র ফাঁস ও গুজব এবং দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার পর পদ্মাসেতুর গুজবের বিরুদ্ধে পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত জনসচেতনতামূলক পদযাত্রা করেন। নিজ খরচে টিউশনির টাকায় এ সমস্ত জনসচেতনতামূলক প্রচারণা চালান বলে জানান শান্তি।