বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলার ১১টি ইউনিয়নের হাটবাজার সীমিত আকারে সাময়িক বন্ধ এবং রাত ৯টার পর থেকে সকল দোকানপাট বন্ধ এবং সকল চায়ের দোকান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। কিন্তু এসব চায়ের দোকান বন্ধ থাকার কথা থাকলেও মানছেন না দোকান ব্যবসায়ীরা। ২৪ মার্চ সকালে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন সাংবাদিকদের জানান, করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় আমরা কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ থেকে পৌরশহরের সমস্ত দোকান পাটসহ সকল ধরনের মানুষ সমাগমের প্রতিষ্ঠান রাত ৯টা থেকে বন্ধ থাকবে এবং সকল চায়ের দোকানগুলো বন্ধ রাখার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে। বীরগঞ্জ পৌর শহর সহ উপজেলার জীবনযাত্রা এখন স্থবির অবস্থা বিরাজ যেন না করে সে জন্য শহরের কিছু ঔষধের দোকান ও মাছ তরকারি বাজার খোলা থাকবে। কিন্তু পৌর হরের চায়ের দোকানগুলো প্রশাসনের আইন অমান্য করে তাদের দোকানগুলো প্রতিদিনের মতো খুলে ব্যবসা চালিয়ে আসছে। এতে করে মানুষের সমাগম বাড়ছে।