বিকাশ ঘোষ, নিজস্ব প্রতিবেদক ,সবুজ বাংলাা নিউজ ll
দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরে করোনাভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে তৃনমূল পর্যায় মাস্ক বিতরণ করেন মানবসেবাক মোঃ সোহেল আহমেদ। মঙ্গলবার সকালে পৌর শহরের বিজয় চত্বর ও থানার সামনে, বিভিন্ন মোড়সহ পাড়া-মহল্লায় এসব মাস্ক বিতরণ করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক দশরথ রায় বাবুল, বিকাশ ঘোষ ও তোফাজ্জল হোসেন। সোহেলা আহমেদ বলেন, দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। সচেতনতার মাধ্যমেই ভাইরাস থেকে বাঁচা সম্ভব। আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হই। দুর্যোগকে ভয় না করে সাবধানতার সাথে সবাই মিলে দুর্যোগ মোকাবিলা করি। অতি প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে না যাই। দেশের এই দুর্যোগ মুহুর্তে হিংসা, ভেদাভেদ ভুলে গিয়ে সরকারের সাথে একাতœ হয়ে সকলকে পাশে দাড়ানোর অনুরোধ করা হচ্ছে, ইনশাআল্লাহ। তিনি আরো বলেন,সে বিষয়গুলো চিন্তা করে বীরগঞ্জ পৌর এলাকার মানুষকে সচেতন করতে আমাদের এ ক্ষুদ্র আয়োজন।