বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে করোনাভাইরাসের (কোভিড -১৯) প্রাদুর্ভাব রোধে ও করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা,ভাইরাসের লক্ষণ দেখা দিলে অতিদ্রুত চিকিৎসকের পরামর্শের পাশাপাশি ভাইরাস বিস্তার রোধ ও প্রতিকারের উপায় সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করতে বীরগঞ্জ পৌরশহর ও উপজেলাজুড়ে দিনভোর মাইকিং করেছেন বীরগঞ্জ উপজেলা প্রশাসন। সেইসাথে বিদেশ ফেরতদের হোমকোন্টাইনের বাইরে বের না হওয়া,ইসলামিক জালশা,সনাতন ধর্মীয় হরিবাসর, লীলাকীর্ত্তনসহ লোক জমায়েত হবে এমন অনুষ্ঠান এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, বর্তমানে করোনা ভাইরাসের (কোভিড -১৯) ভাইরাস এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে মহামারি আকার ধারণ করলেও বাংলাদেশে ১৭ জন ব্যক্তিকে সনাক্ত করা হয়। এপর্যন্ত সারাদেশে একজন রোগী মারা গেলেও এ উপজেলায় বিদেশ থেকে আসা দুই প্রবাসী হোমকোয়ান্টইনে না থাকার কারণে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ইউএনও। তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আনোয়ার উল্ল্যাহ বলেছেন, হাসপাতাল এখন পর্যন্ত কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। তিনি আরও বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবে আতঙ্কিত না হয়ে তার বিস্তাররোধে আমাদের সবাইকে সতর্ক ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। প্রবাসীদের মধ্যে ভাইরাস জনিত কোনো সমস্যা আছে কিনা সেটার জন্য তাদের নিজ বাসায় হোমকোয়ান্টাইনে থাকতে বলা হয়েছে। শুধু তাই নয়, আমরা এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে মনিটরিং করছি। এ ব্যাপার উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন বলেন, সরকার এ দেশে করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব বিস্তাররোধে বিদেশ ফেরতদের জন্য হোম কোয়ান্টাইনের ব্যবস্থা করেছেন। বীরগঞ্জ উপজেলার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবনটি আমরা হোম কোয়ান্টাইনের জন্য আপাতত প্রস্তুত রয়েছে।