বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে চাউলের বাজারে হঠাৎ অস্থিতি শীল হয়ে পড়েছে। গত ২/৪ দিনের ব্যবধানে প্রকার ভেদে প্রতি কেজি চাউলের দামে বেড়েছে ৭ থেকে ১০ টাকা। এতে করে বাজারে গিয়ে দিশাহারা হয়ে পড়েছেন ক্রেতাসাধারণরা। বীরগঞ্জ উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় এমনটা হয়েছে বলে দাবী করেছে অনেকে। শুক্রবার দুপুরে বীরগঞ্জ পৌর দৈনিক বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি গুটি স্বর্ণা জাতের চাউল খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৬ -৩৭ টাকা। ৩/৪ দিন আগে যা ছিল ২৭ থেকে ২৮ টাকা মূল্যে। সুমন স্বর্ণা বিক্রি হচ্ছে ৩৯/৪০ টাকা যা ছিল ২৮ /৩২ টাকা। বোরো আটাশ জাতের চাল বিক্রি হচ্ছে ৪৮/৪৯ টাকা যা আগে ছিল ৪০ থেকে ৪২ টাকা। মিনিকেট চাউল প্রতি কেজি ৫৫ থেকে ৫৭ টাকা। আগে বিক্রি হতো ৪৪ থেকে ৪৭ টাকায়। বাজারে এসে চালের দাম শুনে মাথা ঘুরে উঠছে ক্রেতাসাধারণদের। চাউল কিনতে আসা বীরগঞ্জ উপজেলার স্লুইসগেট এলাকার মোঃ ফিরোজ, ওমর ফারুক ও ইয়াকুব আলীসহ বেশ কয়েকজন জানান, তিনদিন আগের চাউলের বাজার আর আজকের বাজার আকাশ জমিন ফারাক। কি হলো হঠাৎ করেই সব চাউলের দাম বেড়েছে কেজিতে ৭ থেকে ১০ টাকা। চাউলের বাজারে যেন আগুন লেগেছে। ক্রেতারা আরও অভিযোগ করেন আশেপাশের জেলা ও উপজেলায় বাজার মনিটরিং হলেও বীরগঞ্জ উপজেলায় বাজার মনিটরিং না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। খুচরা চাউল বিক্রেতা দীনেশ রায় বলেন, আড়তেই দাম বেশি। তাই তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। প্রতি ৫০ কেজি চাউলের বস্তায় দাম বেড়েছে ৪শ’ থেকে সাড়ে ৪শ’ টাকা। অটো চাউলকল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম বেড়েছে। এজন্য চাউলের বাজার বাড়তির দিকে। চাউলের দাম কিছুটা বেড়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন বলেন, চাউলের দাম বাড়ার বিষয়য় বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।