বিকাশ ঘোষ, সবুজ বাংলা নিউজ ll :
করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে দিনাজপুরের বীরগঞ্জে গরীব, অসহায় ও গ্রামাঞ্চলের ডায়াবেটিস আক্রান্ত রোগীদেরকে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালের চিকিৎসক ডা. ডিসি রায়। স্থানীয় টেইলার্সের দর্জির মাধ্যমে এসব মাস্ক তৈরী করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ উপজেলার নিজস্ব চেম্বারের প্রায় ২শ’ রোগীকে তিনি এসব মাস্ক বিতরণ করেন। এর আগে তিনি সকাল থেকেই মানুষজনকে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন। এ সময় তিনি প্রতিটি মানুষের সাথে হাত না মিলানো, দুরত্ব বজায় রেখে কথা বলা, বাহির থেকে গিয়ে সাবান দিয়ে হাত-মুখ ধোয়াসহ বিভিন্ন প্রকার জীবানুনাশক ব্যবহার করার পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, একমাত্র সচেতনতার মাধ্যমেই এই রোগের সংক্রামন থেকে দুরে থাকা সম্ভব। পরে তিনি নিজ হাতে বিভিন্ন এলাকা থেকে আগত গরীব, অসহায় ও গ্রামাঞ্চলের ডায়াবেটিস রোগীদেরকে মাস্ক পড়িয়ে দেন। এছাড়াও প্রতিটি এলাকায় গিয়ে তিনি কিংবা তার প্রতিনিধির মাধ্যমে সকল ডায়াবেটিস রোগীরা যাতে করে মাস্ক ব্যবহার করতে পারেন সেজন্য স্থানীয় দর্জির মাধ্যমে তৈরী করা এই মাস্ক বিতরণ করবেন বলে প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সমাজের সকল মানুষ যদি এগিয়ে আসে তাহলে প্রতিটি প্রান্তের মানুষ করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হতে পারবে এবং মাস্ক ব্যবহার করতে পারবেন।