বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের অভিযানে দুই চোর আটক। ১৭ মার্চ মঙ্গলবার বিকালে। দিন ভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৌরসভা ৭নং ওয়ার্ডের বলাকা মোড় এলাকা থেকে উপজেলা সুজালপুর ইউনিয়নের কুমরপুর গ্রামের মৃত সোনু মিয়ার ছেলে সরিফুল ইসলাম (২১) ও একই এলাকার মৃত যতিনের ছেলে লিটন রায় (২৪) কে গ্রেফতার করে । পরবর্তীতে তাদেকে বিজ্ঞ আদালতে সোপদ্দ করা হয়। এ ব্যাপারে বীরগঞ্জ থানার এস,আই আলন চন্দ্র বর্মণ জানান,তাদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় চুরির মামলা রয়েছে।