বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : ”
মুজিব বর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনার মধ্যদিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। বিশ্ব ভোক্তা দিবস -২০২০ উদযাপন উপলক্ষে ১৫ মার্চ রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে এক সচেতনতামূলক র্যালী বের হয়ে র্যালটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম,ভাইস চেয়ারম্যান রবিন্দ্র নাথ গবিন বর্মণ, পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আনোয়ার উল্ল্যাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ মোঃ হুমায়ন কবির,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সারোয়ার মোর্শেদ, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা,কর্মচারী,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।