বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর
বীরগঞ্জে সন্ত্রাসী কর্তৃক খলসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনায় বীরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। বীরগঞ্জ থানার মামলা সূত্রে প্রকাশ, প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন প্রতিদিনের ন্যায় ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিদ্যালয়ে দাপ্তরিক কার্যক্রম করা কালীন নিজপাড়া ইউনিয়নের চকবানারশি গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ সোহেল রানা ওরফে চমক সহ আজ্ঞানামা ৫/৭ জন বাঁশের লাঁঠি, লোহার রড, ধারালো হাসুয়া,ছোরা ইত্যাদি অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে অফিস রুমে অনঅধিকার প্রবেশ করে প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবী করায় অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা ভয় দেখিয়ে প্রধান শিক্ষকের নিজ নামিয় বীরগঞ্জ সোনালী ব্যাংক শাখার দু’টি চেকের পাতা ও নন জুডিশিয়াল ৩০০ /- টাকার ফাঁকা স্ট্যাম্পে জোড়পূর্বক স্বাক্ষর করে নেয় এবং পরবর্তীতে উল্লেখিত চেকের পাতা ও স্ট্যাম্প দিয়ে মামলা মোকাদ্দমা করে জেলহাজত খাটাবে মর্মে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে চলে যায়। এ ব্যাপারে গত ১৪ মার্চ প্রধান শিক্ষক ইসমাইল হোসেন বাদী হয়ে সোহেল রানা চমক সহ অজ্ঞাতনামা ৫/৭ জনের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় ১৪৩/১৪৪/৪৪৮/৩৮৪/৩৮৫/৫০৬ ধারায় মামলা দায়ের করেন যাহার মামলা নং১০ তারিখ ১৪/৩/২০২০। এ ঘটনায় বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত পূর্বক আসামীদের গ্রেফতার করার তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।