বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
বৈরি আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেই বীরগঞ্জে নব-নির্মিত “শাপলা ব্রীজর” উদ্বোধন করলেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।
মুজিববর্ষ উপলক্ষে ১৪ মার্চ শনিবার বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের উপজেলা এলজিইডি’র বাস্তবায়নে ১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত “শাপলা ব্রীজ” এর উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী এসএম জাকিউর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সবুজ বাংলা নিউজের উপদেষ্টা মো. শামীম ফিরোজ আলম, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার আহবায়ক মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সবুজ বাংলা নিউজের সম্পাদকমন্ডলীর সভাপতি মো. ইয়াসিন আলী, মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. তাইজুল ইসলাম, মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।