মোঃ হাসানূল কবীর, খুলনা ব্যুরো চীফঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) ও জাতীয় শিশু দিবস ১৭ই মার্চ ২০২০, ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার (১০ই মার্চ) বেলা ১১টায় শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতির পিতার জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষ যথাযথ মর্যাদায় ও বর্ণিলসাজে পালন করতে বিভিন্ন বিষয়ে প্রস্তুতিমূলক আলোচনা করা হয়। উপজেলা প্রশাসন সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভায় সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানান কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল’র সভাপতিত্বে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, বেনাপোল পোর্ট থানার ওসি মোঃ মামুন খান, শার্শা থানার ওসি আতাউর রহমান, শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং উপজেলার সকল সরকারী কর্মকর্তাবৃন্দ।