পঞ্চগড় থেকে মোঃ কামরুল ইসলাম কামু ॥
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় সারাদেশের মতো পঞ্চগড়েও আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, আমাদের পবিত্র ধর্মেও রয়েছে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার কথা। আমাদের সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। নিজেরা যদি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, তাহলে আমরা রোগ থেকে মুক্ত থাকতে পারবো। তিনি বলেন, বিশ্বের ১১৪টি দেশে করোনাভাইরাস দেখা দিয়েছে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। আমরা বাংলাদেশে এ ভাইরাস প্রতিরোধ করার চেষ্টা করছি। সেজন্য বিভিন্ন পদপে নিচ্ছি। মানুষকে সচেতন করে তুলছি। ভিডিও কনফারেন্স শেষে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে জেলা প্রশাসন কার্যালয়ের আশপাশে পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু হাতে নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ফজলুর রহসান, পৌর মেয়র তৌহিদুল ইসলাম প্রতিকী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস, স্বেচ্ছাসেবী সংগঠনসহ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন। পরে সদর হাসপাতাল এলাকাসহ পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।