বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নিয়োগ প্রাপ্ত ১৩৯ জন সহকারী শিক্ষ-শিক্ষাদের বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কামাল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোস্তককিম খানাম। প্রধান শিক্ষক আহসান হাবিব (লাবু),শংকর কুমার রায় প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব -বিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন ইউএনও।