রতন মালাকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “জেনে, বুঝে বিদেশ যাই, অর্থ, সম্মান দুটোই পাই” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর সাপাহারে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়নে ও তত্ত্বাবধানে সাপাহার উপজেলা প্রশাসন “দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার” আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন।
এসময় মাল্টিমিডিয়া প্রজেক্টটরের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করন ও জনসচেতনতা মূলক প্রর্দশনী এবং মূল প্রবদ্ধ উপস্থাপন করেন নওগাঁর ফোকাল পয়েন্ট প্রশিক্ষক নাহিদ বিন আজাদ।
এছাড়াও সেখানে থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।