বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :
মুজিব বর্ষ উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নব-নির্মিত ৫নং সুজালপুর কমপ্লেক্স পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় নব-নির্মিত সুজালপুর পরিষদ কমপ্লেক্সটি উদ্বোধন শেষে প্রধান অতিথি দিনাজপুর -১(বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল কমপ্লেক্স চত্বরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুর,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সবুজ বাংলা নিউজের উপদেষ্টা মোঃ শামীম ফিরোজ আলম,সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়, আওয়ামী লীগ নেতা রনজিৎ সরকার রাজ প্রমুখ।