মো. মিজানুর রহমান (ডোফুরা), স্টাফ রিপোর্টার, দিনাজপুর ।।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক দিনাজপুর সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও মহিলা সদস্যগণের ” প্রাথমিক বিদ্যালয় পরিচালনা সংক্রান্ত প্রশিক্ষণ এবং স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা “।
৮ মার্চ, ২০২০ রোববার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এইচ. এম. মাগ্ফুরুল হাসান আব্বাসী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
দিনাজপুর সদর উপজেলা শিক্ষা অফিসার ক. খ. মো. আলাওল হাদী’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক ডাক্তার নির্মল চন্দ্র দাস, দিনাজপুর বিএমএ এর সভাপতি ডা. এস, এম, ওয়ারেস আলী সরকার, দিনাজপুর সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরোজ উল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জ্যোৎস্না, দপ্তরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কমিটির সভাপতি ইমদাদুল হক মিলন, শশরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজুমান আরাসহ অন্যরা।