বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) আব্দুল ওয়ারেস বলেছেন, পুলিশ মানুষকে যেন অন্যায়ভাবে হয়রানি করতে না পারে সেই ব্যবস্থা করা হবে। পুলিশের পরিবর্তন করতে চাই। আইন আমরা সবাই মেনে চলব। তবেই স্বচ্ছ সুন্দর সোনার বাংলাদেশ গড়া সম্ভব। মুজি বর্ষের অঙ্গীকার নিয়ে দেশকে এগিয়ে নিতে চাই। শনিবার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে পরিষদের সামনে, বিদ্যালয়ে ও বিভিন্ন স্থানে মাদক, জঙ্গি, সন্ত্রাস,বাল্যবিবাহসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথসভায় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মোঃ আব্দুল ওয়ারেস এসব কথা বলেন। এসময় মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মা, এস, আই নিমাই কুমার রায়, সঙ্গীয় ফোর্স ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।