বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষঃ দিনাজপুরের বীরগঞ্জে ধর্ষণ স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ১জনকে আটক করে দিনাজপুর ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করছেন বীরগঞ্জ থানা পুলিশ। বীরগঞ্জ থানা সূত্রে জানা যায়,২৭ জানুয়ারি সোমবার ধর্ষণ মামলার আসামী উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল(হাজীপাড়া) গ্রামের মো: আব্দুল খালেকের ছেলে বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ আবু তালেহা আকাশ (১৬)কে আটক করা হয়েছে। মামলার ( আইও) বীরগঞ্জ থানার এসআই মোঃ রেজাউল করিম জানান, বীরগঞ্জ উপজেলার দক্ষিণ (মাষ্টারপাড়া) এলাকার ও সরকারি বালিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রীকে আসামী আবু তালহা আকাশ প্রায় সময় বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে ফুসলিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল।আসামীর প্রলোভনে পড়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ছাত্রীকে আবু তালহা আকাশ তার নিজ বাড়ি শয়ন ঘরে বিছানার উপর ইচ্ছের বিরুদ্ধে জোড় পূর্বক ধর্ষণ করেন। ধর্ষক আবু তালহা আকাশ বিভিন্নভাবে ধর্ষিতাকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল একপর্যায়ে বিষয়টি তার পিতা- মাতাকে জানান। গত ২৭ জানুয়ারি ২০২০ ছাত্রীর বাবা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী)/২০০৩ মামলা ধর্ষন দায়ের করেন। যাহার মামলা নং ১৯ তারিখ ২৭/১/২০২০, ৯(১) ধারায় রুজু করা হয়। এ ব্যাপারে বীরগঞ্জ থানা পুলিশ সাংবাদাতাকে জানান,যেহেতু ধর্ষণকারী ও ধর্ষিতার বয়স কমে সে বিষয়ে বীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার অবহৃত করে আসামীকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সারোয়ার মোশের্দের সাথে মুঠোফোনে মামলার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।