মোঃতোফাজ্জল হোসেন , স্টাফ রিপোর্টারঃ ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষ্যে “পরিচ্ছন্ন শহর,পরিচ্ছন্ন গ্রাম” কর্মসূচি দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যের শহরের বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলম এর নেতৃত্বে
শহরের শালবন এলাকা থেকে শুরু করে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের ব্যানার, ফেস্টুন বিলবোর্ড অপসারণ করা হয়। এসময় শহরের যানজট নিরসনে সড়কের ধারে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও সড়কে উপরে রাখা মালামাল সরিয়ে ফেলার নির্দেশনা প্রদান করেন তিনি। অভিযান শেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলম বলেন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষ্যে ঘোষিত “পরিচ্ছন্ন শহর, পরিচ্ছন্ন গ্রাম” কর্মসূচি আওতায় চলমান বীরগঞ্জ শহর পরিচ্ছন্ন কার্যক্রম কোর্ট পরিচালনা করা হয়েছে। পোস্টার অপসারণের পাশাপাশি শহরের যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়ক দখল করে রাখা ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের অবৈধ স্থাপনা ও রাস্তার উপরে থাকা দোকানের মালামাল অপসারণের নির্দেশনা দেয়া হয়েছে। বেধে দেওয়া সময়ের মধ্যে তারা অপসারণ না করলে জরিমানা করা হবে। মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযান কালে বীরগঞ্জ থানার এসআই বিষ্টু রায়, কনস্টেবল মিলন, সাইফুল সহ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা সহযোগিতা করেন।