মিজানুর রহমান (ধামরাই) ঢাকা (প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া এলাকায় অবৈধ ৭টি ইটভাটাকে ভেকু দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং পানি দিয়ে ভিজিয়ে ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তরের এই সময় অবৈধ ভাবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের অভিযোগে ইটভাটাগুলিকে মোবাইল কোট পরিচালনা করে ৩৫লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ডিসেম্বর) বেলা ৫টা পর্যন্ত মোবাইল কোট পরিচালনা করে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া এলাকায় মেসার্স এনএএন ব্রিকস, মেসাস জেবিসি, মেসাস আরবিএল, মেসাজ কিং ব্রিকস, মেসাস এমএএম ব্রিকস, মেসার্স সেভেন স্টার ব্রিকস, মেসার্স হালাল ব্রিকস এই সব ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোট পরিচালনা করে এই অর্থদন্ড করা হয়। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রে মাকসুদুল ইসলাম বলেন, ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন নিয়তন্ত্র-২০১৩ মোতাবেক মোবাইল কোট পরিচালনা করে অবৈধ প্রতিটি ইটভাটাকে ৫লক্ষ টাকা করে মোট ৩৫লক্ষ টাকা জরিমানা করা হয় এবং অর্থদন্ডের পাশাপাশি ওই সমস্ত অবৈধ ইটভাটাকে ভেকু দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় ও পানি দিয়ে ভিজিয়ে ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়।পরে তিনি আর বলেন,আমাদের পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে।